Graphics Design
Course Outline
গ্রাফিক্স ডিজাইন কি ?
গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্য কে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখাও বিভিন্ন আকৃতি প্রদানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা।বেশির ভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা ম্যাসেজ গুলো হয় মার্কেটিং সম্পর্কিত। কথায় বলে অনেক লাইন লিখে বুঝানোর চাইতে একটা ডিজাইন করেবা এঁকে বোঝানো অনেক সহজ । এই ডিজিটাল ডিজাইন ও আঁকার কাজকে গ্রাফিক্স ওয়ার্ক বলে ।
মার্কেটিং ছাড়াও বিভিন্ন সেক্টরে রয়েছে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োগ। ম্যানুফ্যাকচারিং হল গ্রাফিক্স এর বড় ক্ষেত্র । উদাহরন হিসেবে গার্মেন্টস সেক্টর তার মধ্যে অন্যতম।গার্মেন্টস খাতের যেকোনো পণ্য তৈরি করার আগে এর ডিজাইন করতে হয়।আর আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী বিখ্যাত। তাই গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই খাতে যোগ দিলে সেটি আপনার ক্যারিয়ারের জন্য খুব বড় টারনিংফ্যাক্টর হবে ।
বিভিন্ন মাল্টিন্যাশানাল প্রতিষ্ঠানে দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা অনেক । যদি দক্ষ ডিজাইনার হতে পারেন তবে গ্রাফিক্স ডিজাইনারের চাকরি আপনার জন্য অপেক্ষা করছে।পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করেও মার্কেটপ্লেসে অনেক অর্থউ পার্জন করতে পারবেন।
এই কোর্স শেষ করে আপনি যে কাজ গুলো করতে পারবেনঃ
- গ্রাফিক্স ডিজাইনের প্রায় সকল সেক্টরে দক্ষতা অর্জন করতে পারবেন।
- এসব ডিজাইন প্র্যাকটিসের মাধ্যমে আপনি নতুন নতুন ডিজাইন তৈরির আইডিয়া পাবেন।
- ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে বিভিন্ন কন্টেস্টে সহজেই জয় লাভ করতে পারবেন।
- অনলাইন মার্কেটপ্লেসে অন্যান্য ডিজাইনারদের সাথে পাল্লাদিয়ে কাজ নিতেপারবেন।
- গ্রাফিক্স ডিজাইনকে আপনার ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতেপারবেন।